১৯৭১ সালে পাকহানাদার কতৃক অনেক লোক এখানে শহীদ হয়। শহীদদের স্বরণে শোলামারা নামক স্থানে এখানে স্থাপিত করা হয় শোলামারা স্মৃতিস্তম্ভ।৪নং মহিনন্দ ইউনিয়ন ৬নং ওয়ার্ড মহিনন্দ ভদ্রপাড়া গ্রামে উপজেলা পরিষদ হতে আধা কিলোমিটার উত্তরে শোলমারা ইটের ভাটার এক খোনায় রাস্তার পাশে জেলা পরিষদের সার্বিক সহযোগীতায় এখানে পাকহানাদার কতৃক শহীদদের স্বরন রাখার জন্য স্থাপিত করা হয় শোলামারা স্মৃতিস্তম্ভ।প্রতি বছরেই এখানে শহীদ লোকদের স্বরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস