Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ওয়েব পোর্টাল যে সাধারন মানুষকে কতটুকু উপকার করতে পারে বিস্তারিত পড়লেই বুঝতে পারবেন...................
বিস্তারিত

আমি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার ৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদেঅবস্থিত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে উদ্যোক্তা হিসাবে সেই ২০১০ সাল থেকেকাজ করে আসছি। আমি যখন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে কাজ করছিলাম তখন আমাদেরইউআইএসসিতে এক পরিচিত কাকা উনার বাজারে দোকান আছে, উনি এসে বললো নাহিদদেখোতো এক রিক্সার ড্রাইভারে আমার কাছে একটি ফাইল দিয়েছে উনি নাকি রাস্তায়এই ফাইটি পরে থাকতে দেখেছে। আমি ফাইলটি হাতে নিলাম এবং দেখলাম S.S.C এবং H.S.C এর মূল সার্টিফিকেট ও কয়েকটি ফটোকপি আছে সার্টিফিকেটের । তার মধ্যেআরো আছে চেয়ারম্যান সনদ আর কিছু আবেদন পত্র এখানে উনার কোন ফোন নাম্বারপেলাম না । তারপর দেখলাম চেয়ারম্যান সনদে তার সব ঠিকানা ভালো ভাবে লেখাআছে। সে শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার গাজিখামার ইউনিয়ন , গিদ্দাপাড়াগ্রাম, ওয়ার্ড নং ০৮ এই ঠিকানা তার চেয়ারম্যান সনদে আছে। বুদ্দি করে ঢুকলামওয়েব পোর্টালের ঠিকানায় তারপর শেরপুর জেলায় ঢুকলাম, আবার শেরপুর সদরউপজেলায় ঢুকলাম সেখানে গাজিখামার ইউনিয়ন সিলেক্ট করলাম প্রবেশ করলামগাজিখামার ইউনিয়ন এর পেইজে। সেখানে উদ্যোক্তা প্রোফাইলে গিয়ে পুরুষউদ্যোক্তাতার নাম্বার নিলাম দেখি পুরুষ উদ্যোক্তার নাম্বার বন্ধ তারপরনিলাম মহিলা উদ্যোক্তার নাম্বার উনার নাম্বার খোলা, আমি উনাকে সব বিষয় খুলেবললাম এবং লোকটার নাম ঠিকানা সকল বিষয় বললাম উনি লিখে রাখলো এবং বললো পরেআনপার সাথে যোগাযোগ করবো। উনি লোকটির ঠিকানা পেলো এবং আমার নাম্বার দিললোকটাকে আমার সাথে যোগাযোগ করার জন্য, লোকটি যোগাযোগ করলো ফোনের মাধ্যমেএবং আমার ঠিকানা বললাম উনি ২দিন পর আসলো শেরপুর থেকে আমাদের কিশোরগঞ্জজেলায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে তার S.S.C এবং H.S.C এর মূল সার্টিফিকেটনেয়ার জন্য । উনার সাথে দেখা হলো বিকাল ৩ টায় উনি ৩টায় আসলো আমাদের ইউনিয়নতথ্য ও সেবা কেন্দ্রে আমি জিজ্ঞেস করলাম আপনার সার্টিফিকেট কিভাবেকিশোরগঞ্জ পাওয়া গেলো উনি বললো আমি কিশোরগঞ্জ জেলার গ্রামীন শক্তিতেপরীক্ষা দিতে এসেছিলাম। ভুলে এগুলো ফেলে গিয়েছিলাম । তারপর বললাম আপনার সবঠিক আছে উনি বললো ভাই আছে। লোকটা আমার যে প্রশংসা করলো তা আমাকে মুগ্ধকরেছে। উনার সাথে ভালো পরিচয় হয়ে গেলো। আসলে লোকটার নাম বলা হলো না উনারনাম নূর মোহাম্মদ। উনাকে মেহমান হিসাবে যা আপ্পায়ন করার দরকার করলাম, উনিচলে গেলো এভার উদ্যোক্তা ভাই ও বোনেরা চিন্তা করেন তো উনার S.S.C এবং H.S.C এর মূল সার্টিফিকেট যে হারিয়েছিল কত কষ্ট হতো এই সার্টিফিকেট গুলো তুলতে।নূর মোহাম্মদ ভাই পাশাপাশি ওয়েব পোর্টালের খুব প্রশংসা করলো। একমাত্র ওয়েবপোর্টাল আছে বলেই উনার ঠিকানা পেলাম এবং উনি ফিরে পেলো তার সেই S.S.C এবং H.S.C এর মূল সার্টিফিকেট। তাই উদ্যোক্তা ভাইয়েরা আপনারা ওয়েব পোর্টালকেসুন্দর ভাবে এবং তথ্য নির্ভর করে তুলুন ।
মো: শাহরিয়ার আলম(নাহিদ)
পরিচালক
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদ
কিশোরগঞ্জ সদর
কিশোরগঞ্জ।

ছবি
ডাউনলোড